-->

হাওয়াই দ্বীপে জয়ার ‘বিনিসুতোয়’

হাওয়াই দ্বীপে জয়ার 'বিনিসুতোয়' | প্রথম আলো

মুক্তির আগেই নানা সুখবর নিয়ে হাজির জয়া আহসান অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘বিনিসুতোয়’। হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পটলাইট অন ইন্ডিয়া’ বিভাগে একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে ভারতকে প্রতিনিধিত্ব করবে এই ছবি। অতনু ঘোষ পরিচালিত এই ছবিতে আরও আছেন কলকাতার গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অনুষ্ঠিত এই উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘প্যারাসাইট’, ‘জো জো রাবিট’, ‘শপলিফটার্স’, ‘রোমা’র মতো নামকরা সিনেমা। এই ছবিগুলো পরে আন্তর্জাতিক বাঘা বাঘা চলচ্চিত্র উৎসব দাপিয়ে বেড়িয়েছে, ঝুলিতে ভরেছে একাধিক পুরস্কারও। এ বছর ৫ থেকে ২৯ নভেম্বর চলবে এই উৎসবের ৪০তম আসর।

জয়া আহসানকে ফোন করতেই বললেন, ‘কেমন লাগছে তাই জানতে চান তো? এই সিনেমাটা আমার কাছে খুব বিশেষ। অতনুদার পরিচালনায় আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজ করলে অন্য রকম একটা প্রশান্তি হয়। তিনি নিঃসন্দেহে এই উপমহাদেশের সেরা

 

Post a Comment

Previous Post Next Post