-->
Virtues and deeds of Lailatul Qadr লাইলাতুল কদরের ফজিলত ও আমল Virtues and deeds of Lailatul Qadr   লাইলাতুল কদরের ফজিলত  ও আমল 


 Deeds that can be performed on Shabbat Qadr: Nafal Namaz - Tahiyatul Aju, Dukhulil Masjid, Auwabin, Tahajjut, Salatut Tasbih, Tawbar Namaz, Salatul Hajat, Salatush Shokar and other Nafl etc. Prolonging Qiraat and Ruku-Sijda in Namaz.

 শবে কদরে যেসব আমল করা যায়: নফল নামাজতাহিয়্যাতুল অজু, দুখুলিল মাসজিদ, আউওয়াবিন, তাহাজ্জুত, সালাতুত তাসবিহ, তাওবার নামাজ, সালাতুল হাজাত, সালাতুশ শোকর অন্যান্য নফল ইত্যাদি পড়া। নামাজে কিরাআত রুকুসিজদা দীর্ঘ করা

The biggest feature of Lailatul Qadr is that on this glorious day, the divine book of guidance and liberation of mankind “Al Qur’an” was revealed. It is mentioned in the Qur'an Majid about Shabakdar, "Surely I sent down the Qur'an on Lailatul Qadr." Do you know what Lailatul Qadr is? Lailatul Qadr is better than a thousand months. (Surah Qadr, verses 1-3)

লাইলাতুল কদরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গৌরবময় রজনীতে মানবজাতির পথপ্রদর্শক মুক্তির সনদ ঐশীগ্রন্থআল কোরআনঅবতীর্ণ হয়েছে। শবেকদর সম্পর্কে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর, আয়াত : -)

The best night worship has special importance. It is mentioned in the Hadith Sharif, "Whoever prays on the night of Qadr with faith in the hope of reward, all his previous sins will be forgiven." (Muslim, Hadith: 760; Bukhari, Hadith: 2014)

শ্রেষ্ঠতম রাতের ইবাদতে রয়েছে সবিশেষ গুরুত্ব। হাদিস শরিফে এসেছে, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (মুসলিম, হাদিস : ৭৬০; বুখারি, হাদিস : ২০১৪)

 

Surah of Lailatul Qadr 

Surah of Lailatul Qadr

 Hadith about virtues of Lailatul Qadr

 Sahabi Hazrat Abu Huraira (R.A.) narrates, Rasulullah (S.A.W.) said, 'Whoever worships the night of Qadr with the intention of reward with faith; His past sins will be forgiven. (Bukhari Sharif, Chapter Iman, Chapter: 25, Volume: 1, Pages: 29-30, Hadith

সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, 'যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করবে; তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। ' (বুখারি শরিফ, ইমান অধ্যায়, পরিচ্ছেদ: ২৫, খণ্ড: , পৃষ্ঠা: ২৯-৩০, হাদিস

And the words of Almighty Allah: "Surely I sent down this Qur'an in the glorious night. And do you know what the glorious night is? The glorious night is better than a thousand months. In that night the angels and the Spirit descend for every task according to the order of their Lord. Peace is peace that night, until dawn.” (Al-Qadr 1-5)

আর মহান আল্লাহর বাণীঃনিশ্চয়ই আমি নাযিল করেছি কুরআন মহিমান্বিত রাত্রিতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কী? মহিমান্বিত রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ তাদের প্রতিপালকের আদেশক্রমে অবতীর্ণ হয়। সেই রাত্রি শান্তিই শান্তি, ফজর হওয়া পর্যন্ত।” (আল-কাদ্ -)

Ibn Uwayna (may Allah be pleased with him) said, Allah Ta'ala informed the Messenger of Allah (may peace be upon him) about the place where ------ is mentioned in the Qur'an. And he was not informed about the place where 'Arabic' is mentioned.

ইব্নুউয়ায়না (রহঃ) বলেন, কুরআন মাজীদে যে স্থলে ------ উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা সে সম্পর্কে আল্লাহর রসূল (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) -কে অবহিত করেছেন। আর যে স্থলেআরবীউল্লেখ্য করা হয়েছে তা তাঁকে অবহিত করান নি

 

Narrated by Abu Huraira (RA):

The Prophet (peace and blessings of Allah be upon him) said: Whoever fasts in Ramadan with faith and hoping for reward, his previous sins are forgiven, and whoever, with faith, prays in Lailatul Qadr with the hope of reward, his previous sins are forgiven. is forgiven. Sulaiman ibn Kasir (RA) narrated a similar hadith from Zuhri (RA).

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি রমযানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় সাওম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয় এবং যে ব্যক্তি ঈমানের সাথে, সওয়াব লাভের আশায় লাইলাতুল ক্বদ্রে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। সুলায়মান ইব্নু কাসীর (রহঃ) যুহরী (রহঃ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন

 

Narrated by Ibn Umar (RA):

Some of the Companions of the Prophet (peace be upon him) were shown Lailatul Qadr during the last seven nights of Ramadan through dreams. (Hearing this) Allah's Messenger (may peace be upon him) said: I have also been shown the likeness of your dreams. (Your meeting and my meeting) coincided with respect to the last seven days. So whoever seeks it, let him search for the last seven nights.

 

ইব্নুউমর (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) - এর কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমযানের শেষের সাত রাত্রে লাইলাতুল কদর দেখানো হয়। ( শুনে) আল্লাহর রসূল (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। (তোমাদের দেখা আমার দেখা) শেষ সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে সন্ধান করে

Narrated by Abu Sa'eed (RA):

He said, We perform I'tikaf with the Prophet (peace be upon him) in the middle decade of Ramadan. He came out on the morning of the twentieth and addressed us saying: I was shown the exact date of Lailat al-Qadr (of) then I was made to forget it. Look for him in odd nights of the last decade. I found that I was prostrating (that night) in muddy water. Therefore, whoever performed I'tikaf with the Messenger of Allah (may peace be upon him) should return (not leave the mosque). We all returned (stayed). We didn't even see a light patch of cloud in the sky. Later, clouds appeared and it rained so hard that water started pouring through the roof of the mosque made of palm branches. When the prayer began, I saw the Messenger of Allah (may peace be upon him) prostrating himself in mud and water. Later I saw mud marks on his forehead.

 

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) - এর সঙ্গে রমযানের মধ্যম দশকে তিকাফ করি। তিনি বিশ তারিখের সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বললেনঃ আমাকে লাইলাতুল কদর (-এর সঠিক তারিখ) দেখানো হয়েছিল পরে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোড় রাতে তার সন্ধান কর। আমি দেখতে পেয়েছি যে, আমি ( রাতে) কাদা-পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি আল্লাহর রসূল (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) - এর সঙ্গে তিকাফ করেছে সে যেন ফিরে আসে (মসজিদ হতে বের হয়ে না যায়) আমরা সকলে ফিরে আসলাম (থেকে গেলাম) আমরা আকাশে হাল্কা মেঘ খন্ডও দেখতে পাইনি। পরে মেঘ দেখা দিল এমন জোরে বৃষ্টি হলো যে, খেজুরের শাখায় তৈরী মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগল। সালাত শুরু করা হলে আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) - কে কাদা-পানিতে সিজদা করতে দেখলাম। পরে তাঁর কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই। 

 

Laylatul Qadr prayer rules and how many rakat of Laylatul Qadr prayer

 

There are no special rules or procedures for praying Lailatul Qadr. The more beautiful and focused the nafal prayer is, the better it is to perform two rakats on the night of Lailatul Qadr. Two rakats, two rakats you can read as much as you want. In order to gain the pleasure of Allah, recite the Qur'an more and more, pray, ask for forgiveness and repent.

 

 লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম এবং লাইলাতুল কদরের নামাজ কত রাকাত

 লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই। লাইলাতুল কদরের রাতে দুই রাকাত করে নফল নামাজ যত সুন্দর মনোযোগসহকারে পড়া যায় ততই ভালো। দুই রাকাত, দুই রাকাত করে আপনি যত খুশি পড়তে পারবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন তওবা করবেন

The 27th night of Ramadan Shaba Qadr?


The most pure and uncontroversial opinion about Shab Qadr is that Shab Qadr is more likely to occur on odd nights of the last decade. If it is possible for one to pray on the odd nights of the last decade, one should not be indifferent to anything on the 27th night. Especially if you go to the mosque and perform the Maghrib and Isha prayers together with the congregation on that day, according to the commentary of the hadith, you will get the virtue of Shaba Qadr. It is said in the hadith, "Whoever prays Isha and Fajr with the congregation, he should stand up and pray the whole night." (Muslim, Hadith: 656)

রমজানের ২৭তম রাত শবে কদর?

শবে কদর সম্পর্কে সর্বাধিক বিশুদ্ধ বিতর্কমুক্ত অভিমত হলো, শবে কদর শেষ দশকের বেজোড় রাতগুলোতেই হওয়ার সম্ভাবনা বেশি। শেষ দশকের বেজোড় রাতগুলোতে কারো জন্য ইবাদত করা সম্ভব হলে ২৭তম রাতে কিছুতেই উদাসীন থাকা উচিত নয়। বিশেষ করে ওই দিন মাগরিব এশার নামাজ মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে আদায় করলে হাদিসের ভাষ্য অনুযায়ী শবে কদরের ফজিলত পাওয়া যাবে। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি এশা ফজর জামাতের সঙ্গে পড়ে, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে।’ (মুসলিম, হাদিস : ৬৫৬)

Shabe Qadr period

There is no specific practice of Shabbat Qadr. However, I want to do a lot of Ibadah-Bandegi, Zikir-Azkar and Dua-Munazat. So that the luck of this night is achieved. So it is the duty of everyone to try to gain the virtues of this night. If for some reason it is not possible to perform more Ibadah-Bandeghi - at least if Isha and Fajr prayers can be performed in congregation, then the same reward as praying all night will be obtained.

Read more: Do you have to recite Surah Qadr on Shabbat Qadr?

Especially on this day Maghrib and Isha prayers should be offered in the mosque with the congregation. Then according to the commentary of the hadith, the virtues of Shaba Qadr will be obtained, inshallah. It is said in the hadith, "Whoever prays Isha and Fajr with the congregation, he should stand up and pray the whole night." (Muslim, Hadith: 656)

শবে কদরের নির্দিষ্ট কোনো আমল নেই। তবে অত্যধিক ইবাদত-বন্দেগি, জিকির-আজকার দোয়া-মুনাজাত করা চাই। যাতে রাতের সৌভাগ্য অর্জিত হয়। তাই রাতের ফজিলত লাভে সচেষ্ট হওয়া প্রত্যেকের কর্তব্য। বেশি ইবাদত-বন্দেগি করা কোনো কারণে সম্ভব না হলেঅন্তত এশা ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করা যায়, তবুও সারারাত নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যাবে

আরো পড়ুন : শবে কদরে কি সুরা কদর তিলাওয়াত করতেই হয়?

বিশেষ করে এই দিন মাগরিব এশার নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা উচিত। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী শবে কদরের ফজিলত লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি এশা ফজর জামাতের সঙ্গে পড়ে, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে।’ (মুসলিম, হাদিস : ৬৫৬)

 

Shabba Kadar prayer

On the authority of Umm al-Mu'minin Ayesha (RA), she said: O Messenger of Allah, if I know which night is Lailatul Qadr, then what prayer should I recite? Then he said, you say—

عنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ

Pronunciation : Allahumma Innaka Afuun Kareem; Tuhibbul Afwa, Fa'fu Anni.

 

শবে কদরের দোয়া

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- হে আল্লাহর রাসুল, আমি যদি জানতে পারি যে, কোন রাতটি লাইলাতুল কদরতাহলে তখন কোন দোয়া পড়বো? তখন তিনি বললেন, তুমি বলো

اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম; তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি

অর্থ : হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে পছন্দ করেন। অতএব আপনি আমাকে ক্ষমা করুন।’ (তিরমিজি, হাদিস : ৩৫১৩)

 

Virtues and deeds of Lailatul Qadr লাইলাতুল কদরের ফজিলত ও আমল

Post a Comment

أحدث أقدم