-->
এনআইডি কার্ড নাম সংশোধন । NID Card Name Correction< /title>

 

এনআইডি কার্ড নাম সংশোধন । NID Card Name Correction

To correct smart card first register your smart card number and date of birth on services.nidw.gov.bd website. Login with face verification. Now go to the profile option and modify the information by clicking on the edit link. Submit the application by paying the correction fee and uploading the required supporting documents.

ভোটার আইডি কার্ড সংশোধন - নিজের নাম সংশোধনে করণীয়

 আবেদনের সহিত নিম্নোক্ত  কাগজপত্র (প্রযোজ্যক্ষেত্রে)

সংযুক্ত করতে হবে

) অনলাইন জন্ম নিবন্ধন সনদ;

() পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার   

      সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);

 (পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে);

 ()   চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন

() অনলাইন  জন্ম নিবন্ধন সনদ ;

() পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);

() জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট;

()পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নিকাহ্ নামা/এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে);

() পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

() পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র;

(জাতীয় পরিচয়পত্রে নিজ নাম/পিতা/মাতা/স্ত্রীর নাম পরিবতনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য

 ()   চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন

(উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্


) অনলাইন  জন্ম নিবন্ধন সনদ ;

() পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);

() জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট;

()পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/ সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে);

() পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

() পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র;

(জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধনের  কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য

() নিজ ছেলেমেয়ের আইডি কাডের ফটোকপি/ শিক্ষাগত সনদের ফটোকপি (প্রযোজ্যক্ষেত্রে)

 ()   চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন

(১০উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র

জাতীয় পরিচয় পত্রে স্বামী/স্ত্রীর নাম সংযুক্ত করা/ বাদ দেওয়া

 () নিকাহনামা/তালাকনামা/মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);

() স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);

() ১ম বার :

ফি-২০০/-, ভ্যাট-৩০/-

() ২য় বার :

ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,

() পরবর্তীতে :

ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

পরিশোধ পদ্ধতি :

ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি;

ফি কোড:

-০৬০১-০০০১-১৮৪৭

ভ্যাট কোড:

-১১৩৩-০০৪৫-০৩১১

জাতীয় পরিচয়পত্রে রক্তের গ্রুপ  সংযোজন/ সংশোধন

 () প্যাথলজিক্যাল রিপোর্ট/চিকিৎসকের সনদপত্র;

জাতীয় পরিচয়পত্রে গ্রাম/রাস্তা/ ডাকঘর সংশোধন

 () জন্ম নিবন্ধন সনদ;

() চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ;

জাতীয় পরিচয়পত্রে ছবি/স্বাক্ষর পরিবর্তন

 () ছবি/স্বাক্ষর পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিতি ;

ডাটাবেইজে সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন (জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্যাদি ব্যতিত ফরম - প্রদত্ত অন্য সকল তথ্যাদি যেমন: ড্রাইভিং লাইসেন্স /পাসর্পোট নম্বর)

 () পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ;

() বার :

ফি-১০০/-, ভ্যাট-১৫/-

পরিশোধ পদ্ধতি :

ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি;

ফি কোড :

-০৬০১-০০০১-১৮৪৭

ভ্যাট কোড

-১১৩৩-০০৪৫-০৩১১

 

 

 এক নজরে স্মার্ট আইডি কার্ড সংশোধন পদ্ধতি

স্মার্ট আইডি কার্ডের অনলাইন সেবাগুলোর মধ্যে অন্যতম একটি সেবা হলো জাতীয় পরিচয়পত্র বা এর তথ্য-উপাত্ত সংশোধন। বাংলাদেশ এনআইডি পোর্টাল থেকে খুব সহজেই এই সেবাটি পাওয়া যেতে পারে। এর জন্য নিচের ক্রমধারাটি অনুসরণ করতে হবে-

Smart ID card correction procedure at a glance

One of the online services of smart ID card is the correction of national identity card or its data. This service can be easily accessed from Bangladesh NID portal. For this the following sequence should be followed-

১। এনআইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা

২। স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি জমা প্রদান


3। এই পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য আবেদনের নির্ধারিত কার্যদিবস পর মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি পরিশোধের সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল তাতে সংশোধন অনুমোদনের বার্তা আসবে। সেই সঙ্গে সংশোধিত এনআইডি কার্ডটিও ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। অতঃপর সেটি ডাউনলোড করে প্রিন্ট করার পর লেমিনেটিং করে ব্যবহার যোগ্য করা যাবে। ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, ইলেক্ট্রনিক চিপযুক্ত সংশোধিত জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার জন্য প্রার্থীকে তার ভোটার অঞ্চল থেকে সরাসরি গিয়েই সংগ্রহ করতে হবে

এছাড়া এনআইডি কার্ড সংক্রান্ত আরও কোন তথ্য পেতে হলে সরকারি কর্মদিবসগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনো সময় যোগাযোগ করা যাবে ১০৫ নাম্বারে

1. Account creation with NID number

2. Payment of Smart ID card correction fee deposit

3. After the scheduled working days of the application for correction of National Identity Card information in this manner, the mobile number given at the time of payment of fees through mobile banking will receive a message of approval of the correction. Also the revised NID card will also be displayed on the website. Then it can be used by laminating after downloading and printing. In this case it must be remembered that the candidate has to go and collect the revised National Identity Card with electronic chip directly from his constituency.

Besides, if you want to get any more information regarding NID card, you can contact 105 number anytime between 9:00 am and 5:00 pm on government working days.

 

ভোটার আইডি কার্ডসংশোধন ফি মূলত ২টি ক্ষেত্রে ধার্য হয়ে থাকে

১। স্মার্টকার্ড-এর সামনের পেছনের পৃষ্ঠে কিছু তথ্য প্রদর্শন করা থাকে যেগুলো নিবন্ধনের সময় নাগরিকরা ফরম--এর মাধ্যমে প্রদান করে থাকেন। এগুলোর মধ্যে সামনের পৃষ্ঠে বাংলা ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রধারীর নাম, বাংলায় পিতা মাতার নাম, ইংরেজিতে জন্ম তারিখ এনআইডি নাম্বার, স্বাক্ষর এবং পেছনে বাংলায় ঠিকানা, ইংরেজিতে রক্তের গ্রুপ জন্মস্থান অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে যেকোনো তথ্য পরিবর্তন করতে হলে প্রথমবার আবেদনের সময় ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং তারপর থেকে প্রতিবার আবেদনের জন্য ৫৭৫ টাকা জমা দিতে হবে

২। নিবন্ধনের সময় নাগরিকরা সেই ফরম--এর মাধ্যমে কিছু তথ্য প্রদান করেন, যেগুলো এনআইডি কার্ডে প্রদর্শন করা থাকে না। যেমন- প্রার্থীর পেশা, পাসপোর্ট মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। এগুলোর সংশোধন ফি ১১৫ টাকা। ভোটার আইডি কার্ডসংশোধন ফি বিকাশ, রকেট, ওকে ওয়ালেট টি ক্যাশ-এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যায়। নির্ধারিত ফি পরিশোধের ৩০ মিনিট পর থেকে তথ্য সম্পাদন শুরু করা যাবে। আর সংশোধিত স্মার্ট আইডি কার্ড হাতে পেতে সর্বোচ্চ মাস পর্যন্ত সময় লাগতে পারে


Voter ID card correction fee is levied mainly in 2 cases.

1. The front and back surfaces of the smartcard display certain information which is provided by the citizen through Form-II during registration. These include the name of the National Identity Card holder in Bengali and English on the front page, father and mother's name in Bengali, date of birth and NID number in English, signature and address in Bengali on the back, blood group and place of birth in English. If you want to change any of these information, you have to pay Tk 230 at the time of first application, Tk 345 for the second time and Tk 575 for every application thereafter.

2. At the time of registration, citizens provide certain information through Form-II, which is not displayed on the NID card. For example, candidate's profession, passport and mobile number, educational qualification etc. The correction fee for these is Tk 115. Voter ID card correction fee can be paid at home through Bikash, Rocket, OK Wallet and T Cash. Data processing can be started 30 minutes after payment of prescribed fee. And it may take up to 2 months to get the revised smart ID card.

প্রার্থীর নাম অথবা জন্ম তারিখ সংশোধন করতে হলে প্রার্থীর যে কাগজগুলো সংযুক্ত করতে হয় সেগুলো হলো-

১। জন্ম নিবন্ধন সনদপত্র

২। কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদপত্র

*শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমানের নিচে হলে এবং প্রার্থী সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত অথবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় কর্মরত হলে প্রযোজ্য ক্ষেত্রে

চাকরির বই বা মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা ট্রেড লাইসেন্স লাগবে


 

৩। বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর এনআইডি কার্ড এবং কাবিননামার সত্যায়িত কপি লাগবে

*বিবাহ সংক্রান্ত কোন কারণে নারীদের নামের পরিবর্তন করতে হলে প্রযোজ্য ক্ষেত্রে কাবিননামা বা তালাকনামা বা স্বামীর মৃত্যু সনদ, ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক হলফনামা বা বিবাহ বিচ্ছেদ ফরমানের সত্যায়িত কপি জমা দিতে হবে

৪। ধর্ম পরিবর্তন অথবা অন্য কোন কারণে পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক হলোফনামা, জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি, ওয়ারিশ সনদপত্র, ইউনিয়ন বা পৌর বা সিটি কর্পোরেশন থেকে প্রার্থীর নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র বা চাকরির বই বা এমপিও বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে

পিতা বা মাতার নাম সংশোধনের সময়, যদি পিতা বা মাতার নাম উল্লেখ থাকে তবে প্রার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমানের সনদপত্র, প্রার্থীর পিতা, মাতা, ভাই বোনের এনআইডির সত্যায়িত কপি জমা দিতে হবে

*পিতা বা মাতার নামের পূর্বে 'মৃত' সংযোজন করতে হলে প্রযোজ্য ক্ষেত্রে পিতা বা মাতার মৃত্যু সনদের সত্যায়িত কপি, জীবিত থাকলে সেই সূত্রে সংশ্লিষ্ট এলাকার ইউপি (ইউনিয়ন পরিষদ)-এর চেয়ারম্যান বা পৌর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র, পিতা বা মাতার এনআইডি কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে

ঠিকানা সংশোধনের জন্য বাড়ির দলিল বা টেলিফোন, গ্যাস বা পানির বিল, বাড়ি ভাড়ার চুক্তিপত্র বা বাড়িভাড়ার রশিদের সত্যায়িত কপি জমা দিতে হবে

রক্তের গ্রুপ সংশোধনের জন্য প্রয়োজন হবে ডাক্তারি সনদপত্র

প্রার্থীর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করার জন্য

কাগজগুলো যারা সত্যায়িত করতে পারবেন তারা হলেন সংসদ সদস্য, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, গেজেটেড সরকারি কর্মকর্তা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান

শেষাংশ

স্মার্ট আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে বিশেষত কার্ডে প্রদর্শিত তথ্যসমূহের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন তথ্যগুলো প্রদানের সময় বারবার ভুল না হয়। এই ভুলগুলো এড়ানোর জন্য নিবন্ধনের সময়েই প্রতিটি তথ্য হুবহু জন্ম নিবন্ধন মাধ্যমিক পরীক্ষার সনদের তথ্যের সঙ্গে মিল রাখা উচিত

last part

In the case of smart ID card correction, special attention should be given to the information displayed on the card. In changing your name, parents name, date of birth, care should be taken not to make repeated mistakes while providing these information. To avoid these mistakes every information should be exactly matched with the information of birth registration and secondary examination certificate at the time of registration.

 

 

এনআইডি কার্ড নাম সংশোধন । NID Card Name Correction< /title>

Post a Comment

أحدث أقدم